সীমান্ত পরিস্থিতি নিয়ে চীন-ভারত বৈঠক

ফানাম নিউজ
  ১৯ নভেম্বর ২০২১, ১২:২৬

সীমান্ত সমস্যা নিয়ে চীন ও ভারতের মধ্যে স্নায়ুর চাপ রয়েই গেছে। এর মধ্যেই লাদাখ সেক্টরের সীমান্ত সমস্যা নিয়ে বৃহস্পতিবার কূটনৈতিক পর্যায়ে ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছে দুই দেশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্য হিন্দুস্তান টাইমস।

আপাতত সিদ্ধান্ত হয়েছে, সিনিয়র মিলিটারি কমান্ডাররা খুব শিগগিরই নিজেদের মধ্যে আলোচনায় বসবেন। মূলত চীন সীমান্তে পরিকাঠামো বৃদ্ধি এবং গ্রাম তৈরি নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছে সেই ঘটনাকে নেপথ্যে রেখেই এদিন আলোচনায় মিলিত হয়েছিল দুই দেশ।

বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়েছে, উভয় পক্ষই একটা বিষয়ে একমত হয়েছে যে, দুই পক্ষের সিনিয়র কমান্ডাররা শিগগিরই আলোচনায় মিলিত হবেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কূটনৈতিক ও সামরিক চ্যানেলে উভয় পক্ষের মধ্যে বার্তা বিনিময় করা হবে। মিলিটারি কমান্ডার পর্যায়ে সেই বৈঠকের জন্য প্রস্তুতি চলছে। যে সমস্যাগুলো এখনও রয়ে গেছে সেগুলো মেটানোর ব্যাপারে চেষ্টা চলছে।

বেইজিং জানিয়েছে, সীমান্ত সমস্যা মেটাতে উভয় পক্ষই চেষ্টা চালাচ্ছে। ভারতের তরফে জানানো হয়েছে, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে আগেই সিদ্ধান্ত হয়েছিল, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সমস্যা মেটাতে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনা জারি থাকবে। সেটাই আরও একবার মনে করিয়ে দেওয়া হয়েছে এদিনের বৈঠকে।

গত ১০ই অক্টোবরও দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ে আলোচনা হয়েছিল। কিন্তু সেই বৈঠক শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি। সেই সময় চীন দাবি করেছিল, দিল্লি অযৌক্তিক ও অবাস্তব দাবি করছে।