ইসরায়েলি দম্পতিকে মুক্তি দিলো তুরস্ক

ফানাম নিউজ
  ১৯ নভেম্বর ২০২১, ০১:৩২

গুপ্তচরবৃত্তির অভিযোগে এক সপ্তাহ ধরে ইসরায়েলি এক দম্পতিকে কারাগারে বন্দি রাখে তুরস্ক। তবে অনেক জল্পনা-কল্পনার পর তাদের মুক্তি দিলো আঙ্কারা। সম্প্রতি ইস্তাম্বুল সেখানকার সবচেয়ে উচু ভবন দর্শনার্থীদের জন্য খুলে দেয়। এর পরই সেখানে ঘুরতে যান ইসরায়েলি দম্পত্তি মোর্ডি ও নাটালি। এরপর গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। কিন্তু বৃহস্পতিবার (১৮ নভেম্বর) তাদের মুক্তি দেওয়া হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বাসভবনের ছবি তোলার অভিযোগে দেশটির একটি আদালত তাদেরকে রাজনৈতিক ও সামরিক গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করেন।

জানা গেছে, ওই ভবনের রেস্তোরাঁ থেকে তারা প্রেসিডেন্টের বাসভবনের ছবি তোলেন। এরপর সেখানকার এক কর্মচারী পুলিশকে খবর দিয়ে বিষয়টি অবহিত করেন। পরে তাদের সঙ্গে থাকা এক তুর্কী নাগরিকসহ রাজনৈতিক ও সামরিক গুপ্তচর বৃত্তির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। তারা গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছেন।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বলেন, ওই দম্পতি ইসরায়েলি কোনো গোয়েন্দা সংস্থায় কাজ করেন না বা তাদের এ কাজের জন্য নিয়োগও করা হয়নি।

ইসরায়েল ও তুরস্কের যৌথ প্রচেষ্টায় ওই দম্পতিকে মুক্তি দেওয়া হয়েছে। তারা তুরস্কের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এরই মধ্যে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

তুরস্ক সরকারের সহযোগিতা ও দম্পতিকে মুক্তি দেওয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও লাপিদ তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। ফিলিস্তিনি ইস্যুতে দেশ দুইটির মধ্যে সম্পর্ক ২০১৮ সাল থেকেই ভালো যাচ্ছে না।