শিরোনাম
ফিলিস্তিনি সংগঠনকে অর্থায়নের অভিযোগে স্প্যানিশ সহায়তাকর্মী জুয়ানা রাশমাউইকে ১৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ইসরায়েলের একটি সামরিক আদালত। অবৈধভাবে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে বুধবার (১৭ নভেম্বর) এই রায় দেওয়া হয়। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ৬৩ বছর বয়সী রাশমাউই পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব ফিলিস্তিনের জন্য তহবিল সংগ্রহের কথা স্বীকার করেছেন। যদিও এর আগে তার আইনজীবীর মাধ্যমে রাশমাউই এ অভিযোগ অস্বীকার করেন। ইসরায়েলের দাবি দেশটিতে হামলার জন্য এ সংগঠনটি দায়ী।
রাশমাউইকে কারাদণ্ডের পাশাপাশি ১৬ হাজার ডলার জরিমানাও করেছেন আদালত। যদিও তার আইনজীবী আভিগডর ফেল্ডম্যান বলেন, রাশমাউইকে দুই সপ্তাহের মধ্যে মুক্তি দেওয়া হতে পারে।
ফেল্ডম্যান বলেন, এপ্রিল থেকেই রাশমাউই কারাগারে রয়েছেন। প্যারোল কমিটি সাজা এক তৃতীয়াংশ কমিয়ে দিলে দুই সপ্তাহের মধ্যে তার মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
মাদ্রিদে জন্মগ্রহণ করা রাশমাউই এক ফিলিস্তিনি নাগরিককে বিয়ে করেছেন। তিনি ফিলিস্তিনি একটি অধিকার গোষ্ঠী ও ইউনিয়ন অব হেল্থ ওয়ার্ক কমিটির সঙ্গে কাজ করতেন। গত বছর দখলকৃত পশ্চিম তীরে স্বাস্থ্য সংস্থাকে নিষিদ্ধ করে ইসরায়েল।