শিরোনাম
পশ্চিমবঙ্গের ধূপগুঁড়িতে চিতা বাঘের দেখা মিলেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে ধূপগুঁড়ি ব্লকের জলঢাকা সংলগ্ন ময়নাতলি এলাকায় চিতা বাঘের দেখে মেলে বলে দাবি স্থানীয়দের। এ খবর ছড়িয়ে পড়ায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এলাকাবাসীর দাবি, চা বাগানের ভেতর ঢুকেছে একটি বাঘ। এর পর বাগানটি ঘিরে রয়েছে ধূপগুঁড়ি থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বনকর্মীদের। ঘটনাস্থলে পৌঁছেছেন বিন্নাগুরি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের বনকর্মীরা।
স্থানীয়দের দাবি, গতকাল এক ব্যক্তির শুয়োর হারিয়ে যায়। এরপর সেটিকে খুঁজতে গিয়ে চা বাগানের ভেতর বাঘটিকে দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ভিড় জমে যায়। তবে এদিন বিকেল পর্যন্ত চিতাবাঘ থেকে খুঁজে পাওয়া যায়নি।
বনবিভাগের কর্মীরা ধারণা করছেন, চা বাগানের ভেতর কোথাও রয়েছে চিতাবাঘটি। আশপাশে বসতি থাকায় পুরো চা বাগান নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে।