শিরোনাম
ইরানের তেল পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৭নভেম্বর) দক্ষিণ ইরানে এই ঘটনা ঘটে।
তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, পাইপলাইন বহু পুরাতন হওয়ার কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খুজিস্তানের স্থানীয় এক সরকারি কর্মকর্তা রাষ্ট্রীয় গণমাধ্যমে জানিয়েছেন, ইতোমধ্যে আগুন নিয়েন্ত্রণে এসেছে।
খবরে বলা হয়েছে, পাইপলাইন বিস্ফোরণের ফলে স্থানীয় এলাকায় হালকা কম্পনের সৃষ্টি হয়।
ইরানের পেট্টো এনার্জি ইনফরমেশন নেটওয়ার্ক ওয়েবসাইট সাহনাতে বলা হয়েছে, মারুন গ্যাস স্টেশনের ১৬ ইঞ্চি পাইপলাইনে হালকা লিকেজের ফলে আগুন ধরে যায়। সকাল ৭টা ১৫ মিনিটে এই ঘটনা ঘটে। তবে এখন সবকিছু নিরাপদে আছে।
বিশেষজ্ঞরা বলছেন, তেল পাইপলাইন ক্ষয় হয়ে যাওয়া ও আংশিক লিকেজের কারণে এই ঘটনা ঘটেছে। তবে যে এলাকায় ঘটনা ঘটেছে সেখারকার গ্রামগুলোতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।