স্কুল-কলেজে মিলছে চকলেট ও কলম

ফানাম নিউজ
  ১৬ নভেম্বর ২০২১, ২০:৩৮

বিশ্বজুড়ে করোনা সংক্রমণের থাবা এখনও থামেনি। বাংলাদেশ, ভারত ও ইউরোপীয় দেশগুলোতে প্রতিনিয়ত মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। তবে ইতোমধ্যেই ভারতে করোনা সুরক্ষা ব্যবস্থা ঠিক রেখে স্কুল ও কলেজ খুলেছে। স্বাস্থ্য সুরক্ষা মেনে স্কুল ও কলেজে আসা শিক্ষার্থীদের চকলেট ও কলম দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে।

স্কুলের পাশাপাশি খুলছে কলেজ। ভারতে বেথুন, স্কটিশ চার্চ, বঙ্গবাসী, আশুতোষের মতো কলেজগুলি খুলে যাচ্ছে। তবে সপ্তাহে সব দিন ক্লাস হবে না কলেজগুলিতে। কোন দিন কোন বিভাগের ক্লাস, তা ঠিক করছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজে ক্লাস করার ক্ষেত্রে অধিকাংশ কলেজে টিকাকরণের কাজ চলছে। একটি টিকা নেওয়া থাকলেই ক্লাস করা যাবে কিছু কলেজে। কিছু কলেজে ক্লাস করতে গেলে টিকার দু’টি ডোজ বাধ্যতামূলক।

ভারতে বারাসত গার্লস স্কুলে তাপমাত্রা মেপে ঢোকানো হয়েছে ছাত্রীদের। ঢোকানোর সময় প্রত্যেক ছাত্রীর হাতে একটি করে স্যানিটাইজারের বোতল তুলে দেওয়া হয়েছে।মেদিনীপুরে শিক্ষার্থীদের স্বাগত জানান প্রশাসক।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল থেকেই স্কুলের পথে পা বাড়িয়েছেন নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক এবং বালিকা বিদ্যালয়ের সামনে দেখা গেল মেদিনীপুর পৌরসভার প্রশাসক সৌমেন খানকে। স্কুলে আসা শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে স্বাগত জানান তিনি।

সরকারি এবং বেসরকারি স্কুল ও কলেজে আসা শিক্ষার্থীদের তাপমাত্রা পরীক্ষা করে স্যানিটাইজ করে তবেই স্কুলে প্রবেশ করানো হচ্ছে। শিক্ষার্থীদের সকলের মুখে মাস্ক ছিল।

করোনার ভয়াবহ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় দেড় বছর পর স্কুলে আসতে পারছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মুখোমুখি হওয়ার সুযোগ পাচ্ছেন তারা। শিক্ষার্থীদের এত দিন পর কাছে পেয়ে খুশি শিক্ষকরাও।

সূত্র: আনন্দবাজার পত্রিকা