শিরোনাম
আর্মেনিয়ার পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আজারবাইজানের এক নাগরিক নিহত হয়েছেন।
নাগোরনো-কারাবাখ অঞ্চলে আগধাম এলাকার তাগিবেইলি গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। সম্প্রতি এ অঞ্চল আর্মেনিয়ার হাত থেকে উদ্ধার করে আজারবাইজান। সূত্র: ডেইলি সাবাহ
আজারবাইজানের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় থেকে সোমবার এক বিবৃতিতে বলা হয়, অবৈধভাবে আর্মেনিয়া যখন আগধাম এলাকা নিজেদের দখলে রেখেছিল, তখন সেখানে তারা এ মাইন পুঁতে রাখে। জমিতে কৃষিকাজ করার সময় ওই ব্যক্তির পা মাইনে পড়লে তা বিস্ফোরিত হয়।
২০২০ সালের নভেম্বরের পর থেকে অন্তত ৩৩ জন আজারি নাগরিক আর্মেনিয়ার পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত হয়েছেন। এর মধ্যে ২৬ জন বেসামরিক নাগরিক এবং বাকি সাতজন সেনাসদস্য। এ ছাড়া ১৩৯ জন আহত হয়েছেন।
কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নের পতনের পর নতুন দুটি স্বাধীন দেশ আজারবাইজান এবং আর্মেনিয়া সোভিয়েত বাহিনীর ফেলে যাওয়া অস্ত্র ব্যবহার করে যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধে বেশি সফল হন আর্মেনিয়ানরা। ১৯৯৪ সালের শেষ নাগাদ নাগোরনো-কারাবাখ তাদের নিয়ন্ত্রণে চলে যায়।
এদিকে ২০২০ সালের সেপ্টেম্বরে ফের যুদ্ধে লিপ্ত হয় আজারবাইজান ও আর্মেনিয়া। এ যুদ্ধে আজারবাইজান আর্মেনিয়ার কাছ থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল উদ্ধার করে।