শিরোনাম
যুদ্ধবিরতির শর্ত ভেঙে প্রতিবেশী আজারবাইজানে নতুন করে উসকানিমূলক হামলার অভিযোগ উঠেছে।
আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শনিবার আজারবাইজানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে গুলিবর্ষণ করেছে আর্মেনিয়া। সূত্রঃ আনাদোলুর।
এতে আরও বলা হয়, আর্মেনীয় বাহিনী সীমান্তের ওপার থেকে আজারবাইজানের কালবাজার অঞ্চলে গুলিবর্ষণ ও গ্রেনেড হামলা চালায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২০ সালে ৪৪ দিনের যুদ্ধে আর্মেনিয়ার কাছ থেকে বিতর্কিত কারাবাখ অঞ্চল দখল করে নেয় আজারবাইজান।
৩০ বছর এলাকাটি পুনরুদ্ধার করে আজারবাইজান। পরে গত বছরের ১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।