চীনের কাছ থেকে ‘দায়িত্বশীল আচরণ’ চায় জাপান

ফানাম নিউজ
  ১২ নভেম্বর ২০২১, ১৩:৩৮

বৃহৎ প্রতিবেশী চীনের কাছ থেকে দায়িত্বশীল আচরণের প্রত্যাশার কথা জানিয়েছেন জাপানের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি। তিনি বলেছেন, চীনের সঙ্গে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলা গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন বলে রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপান সম্প্রতি দক্ষিণ চীন সাগর ও স্বশাসিত তাইওয়ান ইস্যুতে চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। একই সঙ্গে দেশটির ক্ষমতাসীন দল চীনের সামরিক শক্তি বৃদ্ধির প্রেক্ষাপটে নিজেদের ব্যয়ও উল্লেখযোগ্য পরিমাণ বাড়িয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে ইয়োশিমাসা হায়াশি চীনের সঙ্গে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্কে গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, জাপান ও চীনের সম্পর্ক শুধু আমাদের দুটি দেশের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি এই অঞ্চল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও সমৃদ্ধির জন্যও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আমাদের নিশ্চিত হওয়া প্রয়োজন এবং আমরা চাই দায়িত্বশীল আচরণ। একই সঙ্গে চাই উভয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সংলাপ ও দৃঢ় সহযোগিতা।

অবশ্য দায়িত্বশীল আচরণ বলতে কী বোঝাতে চাইছেন তা উল্লেখ করেননি জাপানি মন্ত্রী।