শিরোনাম
১১৬ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত রেকর্ড হয়েছে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরে। লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনিয়াং শহরে গড় তুষারপাত ২০ ইঞ্চিতে পৌঁছেছে। যা ১৯০৫ সালের পর সর্বোচ্চ তুষারপাত। শীতের শুরুতে নজিরবিহীন তুষারে বিপর্যয় নেমেছে এসেছে জনজীবনে। এক প্রতিবেদনে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।
বিবিসির খবরে বলা হয়েছে, চীনের মঙ্গোলিয়া রাজ্যে ভারী তুষারে একজন মারা গেছেন। এখন পর্যন্ত প্রায় ছয় হাজারের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা বলছেন, এবারের তুষারঝড় খুবই এলোমেলো এবং অস্বাভাবিক।
রবিবার থেকে আবহাওয়া পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। ভারী তুষার রাস্তায় জমে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ডালিয়ান ও ডান্ডং শহরে ট্রেন এবং বাস সার্ভিস বন্ধ রাখা হয়েছে। শেনিয়াং তাওক্সিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র তুষারপাত। ঘরের বাইরে থাকা বরফ অপসারণে নিজেরাই নেমে পড়েছেন বাসিন্দারা।
সামনে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অব্যাহত তুষারপাতের কারণে সুপারশপ এবং মার্কেটগুলোতে পর্যাপ্ত খাদ্য সরবরাহের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিত্যপণ্যের দামও কমিয়ে আনার কথা বলা হয়েছে।