স্নায়ুযুদ্ধের উত্তেজনাকর পরিস্থিতিতে ফেরা উচিত হবে না: শি জিনপিং

ফানাম নিউজ
  ১১ নভেম্বর ২০২১, ১৪:১৫

আবারও স্নায়ুযুদ্ধ যুগে ফিরে না যেতে এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 

তিনি বলেছেন, স্নায়ুযুদ্ধ সময়কার বিভাজন ও উত্তেজনাকর পরিস্থিতিতে আবারও ফিরে যাওয়া এই অঞ্চলের দেশগুলোর ঠিক হবে না।  এ জন্য তিনি বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

বুধবার নিউজিল্যান্ড আয়োজিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) সামিটের সাইড লাইন আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।  খবর আলজাজিরার।

তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা চলছে।  তবে এ পরিস্থিতির মধ্যে জলবায়ু পরিবর্তন নিয়ে আচমকা ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি সই করেছে বেইজিং।  চীনের প্রেসিডেন্ট বলেন, যেসব বিষয় সবার জন্য চ্যালেঞ্জ—সেগুলোকে সব দেশকে একজোট হয়ে মোকাবিলা করতে হবে।