শিরোনাম
বিয়ে করলেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই।যুক্তরাজ্যের বার্মিংহামে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানে বসল বিয়ের আসর।পাত্রের নাম অসর মালিক। তিনি পাকিস্তানি ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা।
মঙ্গলবার ৯ (নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে টুইট করে তার বিয়ের খবর জানান। বিয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে মালালা লেখেন, ‘আমার জীবনের একটি মূল্যবান মুহূর্ত। অসর এবং আমি আজীবনের সঙ্গী হওয়ার জন্য আজ থেকে শপথ নিলাম।’
একে তো নোবেলজয়ীর বিয়ের আসর, তার ওপর মালালা তার জীবনযুদ্ধের জন্য আন্তর্জাতিক মহলে পরিচিত। তবে বিয়ের আসরে জাঁকজমক ছিল না একেবারেই। মালালা লিখেছেন, ‘বার্মিংহামের বাড়িতেই পরিবার-পরিজনের সামনে একটা ছোট ঘরোয়া নিকাহ অনুষ্ঠানে আমরা বিশেষ মুহূর্তটি উদ্যাপন করেছি।’
মালালার বয়স এখন ২৪ বছর। পাকিস্তানের এই কন্যা মেয়েদের শিক্ষা নিয়ে আন্দোলন করেছেন। তবে মেয়েদের শিক্ষা নিয়ে সরব হওয়ার জন্য তালিবানের গুলিও খেতে হয়েছে তাঁকে। সেটা ২০১২ সাল। এর পর ১৬ বছর বয়সে বক্তৃতা দেন মালালা। শিক্ষার অধিকারে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বরাবর সরব হয়েছেন তিনি। ২০১৪ সালের ১০ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় মালালাকে। ২০২০ সালে মালালার নামে স্কুলও খোলা হয় টেক্সাসে।