আফগানিস্তানে শক্তিশালী বিস্ফোরণ

ফানাম নিউজ
  ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৯
আপডেট  : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪০

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় জালালাবাদে শনিবার অন্তত তিনটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তালেবানের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে। সূত্র: যুগান্তর

৩১ আগস্ট আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এই প্রথম সেখানে ভয়াবহ বিস্ফোরণে ঘটনা ঘটল বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক তালেবান সদস্য জানান, বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা দুইজন নিহত ও অন্তত ২০ জন আহত হওয়ার খবর পেয়েছি। টহল গাড়িকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণে তদন্ত চলছে।

নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানান, এই বিস্ফোরণে তিনজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ আফগানিস্তানের ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত। আগস্টের শেষের দিকে কাবুল বিমানবন্দরে আইএসের হামলাতেই একশর বেশি মানুষ নিহত হয়েছিল।