শিরোনাম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে এক দিনে সর্বোচ্চ টিকা দিয়ে বিশ্ব রেকর্ড করেছে ভারত।শুক্রবার মোদির ৭১তম জন্মদিন উপলক্ষে আড়াই কোটি মানুষকে টিকা দিয়ে সরকারের তরফ থেকে এই রেকর্ড গড়ার পদক্ষেপ নেওয়া হয়।
স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৫৮ মিনিটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাবিয়া টুইটারে এই ‘ঐতিহাসিক’ সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে টুইটারে মোদিও প্রত্যেক ভারতীয়কে রেকর্ড সংখ্যক টিকা নেওয়ার জন্য উৎসাহিত করেন। এ সময় তিনি স্বাস্থ্যকর্মী ও সম্মুখসারির যোদ্ধাদের কঠোর পরিশ্রম করে টিকাদান সফল করার জন্য ধন্যবাদ জানান।
এর আগে চলতি বছরের জুনে চীন এক দিনে ২ কোটি ৪৭ লাখ মানুষকে টিকা দিয়ে বিশ্ব রেকর্ড করেছিল।
এদিকে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার মধ্যে একক দেশ হিসেবে দুই কোটি টিকাদানের মাইলফলক ছোঁয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অফিস টুইটারে ভারতকে অভিনন্দন জানিয়েছে।
এক দিনে এই বিপুল সংখ্যক মানুষকে টিকা দেওয়ার ব্যাপারে ভারতের সরকার বিষয়ক বিশেষজ্ঞ ড. এনকে অরোরা জানান, শুক্রবারের এই রেকর্ড সংখ্যক টিকাদান ‘কয়েকমাসের অব্যাহত প্রচেষ্টার’ ফসল।