শিরোনাম
ভারতের বিহারের পশ্চিম চম্পারন জেলায় ভেজাল মদ পানের ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া পাঁচজনকে গ্রেপ্তার ও দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্তও করা হয়েছে। সূত্র: আরটিভি
পুলিশ সুপার (এসপি) উপেন্দ্রনাথ ভার্মা নিশ্চিত করেছেন যে, জেলার নওতান থানার অন্তর্গত দক্ষিণ তেলহুওয়া পঞ্চায়েতে এই মামলায় আরও ছয়টি মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করছি। প্রাথমিকভাবে, এই মৃত্যুগুলো বিষাক্ত পদার্থ খাওয়ার কারণে হয়েছে বলে মনে হচ্ছে।
উপেন্দ্রনাথ আরও বলেন, ‘কথিত বিষাক্ত হুচ খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়া আরও ১০ জনের চিকিৎসা চলছে। স্থানীয় স্টেশন হাউস অফিসার (এসএইচও) মনীশ কুমার এবং একজন চৌকিদারকে বরখাস্ত করা হয়েছে।’
বেত্তিয়া (সদর) উপশাখার পুলিশ অফিসার (SDPO) পরিমল পান্ডে বলেন, ‘দুই মহিলাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
উল্লেখ্য, বিহারের পশ্চিম চম্পারন জেলায় চলতি বছরের দ্বিতীয় ঘটনা এটি। এই বছরের জুলাই মাসে লাউরিয়া এবং রামনগর ব্লকের গ্রামে কথিত নকল মদ খাওয়ার কারণে কমপক্ষে ১৬ জন মারা গিয়েছিলেন এবং চারজন তাদের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন।