শিরোনাম
ভারত-পাকিস্তানের সীমান্তের খবর মানেই গোলাগুলি, নিহত কিংবা আহতের খবর। কিন্তু দুই চির বৈরি দেশের সেনাবাহিনীর মধ্যে সঙ্ঘাতের বাইরেও যে সোহার্দপূর্ণ সম্পর্ক আছে সেটা অনেকের অজানা।
দুই দেশের সেনাবাহিনী বিশেষ দিবস উপলক্ষ্যে কুশল বিনিময় করে থাকে।
বৃহস্পতিবার ভারত পাকিস্তানের সেনাবাহিনী দীপাবলি উপলক্ষ্যে মিষ্টি বিনিময় করেছে।
এনডিটিভির খবরে বলা হয়, লাইন অব কন্ট্রোলের তিথওয়াল সীমান্ত ক্রসিংয়ে বৃহস্পতিবার হিন্দুদের দীপাবলি উপলক্ষ্যে দুই দেশের সেনাবাহিনী পরস্পরের মধ্যে এই মিষ্টি বিনিময় করেছে।
এছাড়া ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্সও এই উৎসব উপলক্ষ্যে আত্তারিওয়াঘ ও গুজরাটের ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে মিষ্টি বিনিময় করে।
সাবেক ব্রিটিশ উপনিবেশ ভারত-পাকিস্তান বড় ধর্মীয় উৎসব বিশেষ করে ঈদ, হোলি, দীপাবলি অনুষ্ঠান উপলক্ষে নিজেদের মধ্যে মিষ্টি ও কুশলাদি বিনিময় করে থাকে।