শিরোনাম
সাত তলা থেকে এক ব্যক্তি পড়ার ফলে প্রাণ হারিয়েছেন দুজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেনের রাজধানী স্টকহোমে জনপ্রিয় পপ সংগীত দল অ্যাবাকে ট্রিবিউট করে আয়োজিত একটি কনসার্টে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
উপসালা কনসার্ট অ্যান্ড কংগ্রেস হলে আয়োজিত ওই কনসার্ট দেখতে প্রায় এক হাজার মানুষ জড়ো হয়েছিলেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। কনসার্ট শুরুর আধঘণ্টা আগে সাত তলা থেকে নিচ তলায় কনসার্ট হলে সমবেত মানুষের ওপর ওই ব্যক্তি পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে ওই ব্যক্তি ও নিচে থাকা আরেকজনের মৃত্যু হয়। এ সময় পাশের আরেক ব্যক্তি আহত হন।
আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে বিবিসি জানিয়েছে।
পুলিশ হতাহত কারো নাম প্রকাশ করেনি। তবে যিনি উপর থেকে পড়ে গিয়েছিলেন তার বয়স ৮০’র কোঠায় ও মৃত অপর ব্যক্তির বয়স ৬০ এর কোঠায় বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে স্থানীয় পুলিশের মুখপাত্র ম্যাগনাস জ্যানসন ক্লারিন জানিয়েছেন।
সুইডেনের জনপ্রিয় পপ দল অ্যাবা ৪০ বছর পর আগামী শুক্রবার তাদের নতুন অ্যালবাম মুক্তি দিতে যাচ্ছে। এরই মধ্যে এই দুর্ঘটনা ঘটল।