সিরিয়ার রাজধানীর কাছে হামলা চালিয়েছে ইসরাইল

ফানাম নিউজ
  ০৩ নভেম্বর ২০২১, ১৩:৩৮

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

সেনা সূত্রের বরাতে বুধবার এ তথ্য জানায় সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন। আলজাজিরার খবরে বলা হয়, হামলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত ইসরাইলের পক্ষ থেকে হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

গত শনিবারও সিরিয়ায় ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। যদিও সেগুলো সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। ১৪ অক্টোবর মধ্য সিরিয়ায় ইরানের সেনাদের অবস্থানে ইসরাইলের হামলায় ৯ জনের মৃত্যু হয়। যারা সিরিয়ার সরকারের হয়ে লড়ছিলেন।

সিরিয়ায় ইরানের অব্যাহত প্রভাব ও সামরিক উপস্থিতি বৃদ্ধির কারণে উদ্বেগের মধ্যে রয়েছে ইসরাইল। ইরানের সামরিক অবস্থানে গত কয়েকবছরে শত শত হামলা চালিয়েছে ইহুদিবাদী রাষ্ট্রটি। যদিও খুব বেশি তারা হামলার বিষয় স্বীকার করে না। সাধারণত সিরিয়ায় হামলাগুলো হয় রাতে।