মহাকাশে এবার মরিচের চাষ!

ফানাম নিউজ
  ০৩ নভেম্বর ২০২১, ১৩:১২

আন্তর্জাতিক স্পেস স্টেশনে শূন্য মাধ্যাকর্ষণের মধ্যেও বড় বড় লাল-সবুজ মরিচ ধরেছে গাছে। ঝাল, স্বাদেও তেমন খাসা বলেই মরিচ দিয়ে ঝাল ডিশ বানিয়ে খেয়ে প্রশংসা করছেন নভোচারীরা। সূত্রঃ দ্য ওয়াল

আন্তর্জাতিক স্পেস স্টেশনে গত ২০ বছর ধরে প্যাকেট খাবার খেতেন নভোচারীরা। গত কয়েক বছর ধরে স্পেস স্টেশনেই আনাজপাতি চাষের চেষ্টা শুরুর পর প্রথমে মুলা এরপর মরিচ ফলল।

বিফ, টমেটো আর ঝাল মরিচের বানানো রোল খেয়ে তারিফও করেছেন নভোচারী মেগান ম্যাকআর্থার।