শিরোনাম
উপসাগরীয় দেশ বাহরাইন পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য করোনা প্রতিরোধী ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) দেশটির সরকারি গণমাধ্যম এ তথ্য জানায়। খবর আরব নিউজের।
একটি গবেষণায় ফাইজারের টিকার ৯০ দশমিক ৭ শতাংশ কার্যকারিতার প্রমাণ মেলা পর দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে। ওই গবেষণাটি পাঁচ থেকে ১১ বছর বয়সী তিন হাজার একশ শিশুর ওপর পরিচালিত হয়। দেশটির জাতীয় স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের বরাত দিয়ে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, গবেষণায় অংশ নেওয়া শিশুদের মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। বাহরাইনকে ২০২২ সালের শুরুর দিকে এ টিকা সরবরাহ করবে উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।
এর আগে যুক্তরাষ্ট্রে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য করোনাভাইরাস প্রতিরোধী টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। ২৯ অক্টোবর দেশটিতে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমতি দেয় মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশু, যাদের করোনা উপসর্গ রয়েছে তাদের ক্ষেত্রে ফাইজার-বায়োএনটেকের টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর বলে দাবি করে মার্কিন প্রতিষ্ঠানটি।