শিরোনাম
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। স্থানীয় সময় সোমবার দেশটির সুমাত্রা দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ভূমিকম্পটির গভীরতা ছিল ৬ কিলোমিটার (৩.৭ মাইল)। এটি সিনাব্যাং শহর থেকে ২৫৫ কিলোমিটার দক্ষিণে আঘাত হেনেছে।
প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে দেশটির সুলায়েশি দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত হয়। এছাড়া আরও কয়েক হাজার মানুষ বাড়ি-ঘর হারিয়েছে।
তিন বছর আগে অর্থাৎ ২০১৮ সালে পালু দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় সাড়ে ৪ হাজার মানুষ নিহত বা নিখোঁজ হয়।