শিরোনাম
টোকিওর ট্রেনে এক ব্যক্তি ছুরি নিয়ে যাত্রীদের ওপর উপর্যুপরি আক্রমণ করেছেন। এতে একজন গুরুতরসহ ১০ যাত্রী আহত হয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি জোকারের পোশাক পরে যাত্রীদের একের পর এক ছুরিকাঘাত করেন। এরপর গুলি করা শুরু করেন। যাত্রীরা ট্রেনে চড়ে শহরের হ্যালোইন উৎসবে যাচ্ছিলেন।
টোকিওর পুলিশ জানিয়েছে, কোকুরও স্টেশনের কাছে কেইও ট্রেনে এই হামলা ঘটনা ঘটেছে।
আক্রমণকারী ২০ বছর বয়সী যুবক বলে চিহ্নিত করা হয়েছে। ঘটনাস্থল তাকে আটক করা হয়েছে। হত্যা চেষ্টার অভিযোগ তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে কী উদ্দেশ্যে তিনি হামলা চালিয়েছেন তাৎক্ষণিকভাবে সেটা জানা যায়নি।
টেলিভিশন ফুটেজে দেখা যায়, ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ ও প্যারামেডিকস (জরুরি চিকিৎসাসেবক) কর্মীরা যাত্রীদের উদ্ধার করেছেন। যাত্রীদের অনেকে ট্রেনের জানালা দিয়ে ঝাঁপ দেন।
আরেকটি ভিডিওতে দেখা যায়, একটি গাড়িতে আগুন জ্বলছে এবং ওই গাড়ি থেকে যাত্রীরা দৌঁড়ে পালাচ্ছেন।
জাপানের সরকারি গণমাধ্যমের খবরে বল হয়, আগুন ধরাতে ওই যুবক তরল দাহ্য পদার্থ ঢেলেছিলেন।
ভিডিও ধারণকারী শুনশুক কিমোরা বলেন, তিনি তীব্র চিৎকার শুনে কী ঘটছে সেটা জানার চেষ্টা করছিলেন।
দুই মাসের মধ্যে জাপানে এটা দ্বিতীয় ছুরিকাঘাতের ঘটনা। এর আগে আগস্ট মাসে টোকিও অলিম্পিক শেষ হওয়ার আগের দিন ৩৬ বছর বয়সী এক যুবক যাত্রীবাহী ট্রেনে ১০ জনকে ছুরিকাঘাত করেছিলেন।
পরে আক্রমণকারী জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছিলেন, যেসব নারীকে সুখী দেখায় তিনি তাদের ওপর আক্রমণ করতে চেয়েছিলেন। তবে কী কারণে নারীদের ওপর তার ক্ষোভ ছিল খবরে সে সম্পর্কে কিছু বলা হয়নি।