বাংলাদেশে মোবাইল ফোন পাচারকালে ভারতীয় যুবক গ্রেফতার

ফানাম নিউজ
  ২৯ অক্টোবর ২০২১, ১২:৩৬

বাংলাদেশে পাচারের সময় প্রায় চার লাখ টাকা মূল্যের মোবাইল ফোনসহ ভারতীয় এক যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সম্প্রতি সামিউল শেখ নামে ওই যুবককে গ্রেফতার করে ইংরেজবাজার থানা পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার সকালে মহদীপুর এলাকার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়ে পণ্যবাহী লরির মাধ্যমে মোবাইল পাচারের চেষ্টা করছিলেন সামিউল। সেসময় অভিযান চালিয়ে নামিদামি কোম্পানির ১০টি মোবাইল সেটসহ তাকে গ্রেফতার করা হয়।

ইংরেজবাজার থানার আইসি আশিস দাস জানান, গ্রেফতার সামিউল শেখ ইংরেজবাজার থানার মহারাজপুর এলাকায় বসবাস করেন। মোবাইল পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সেসময় তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির ১০টি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইল সেটগুলোর বাজারমূল্য প্রায় চার লাখ টাকা। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান আশিস দাস।