নতুন আকাশচুম্বী ভবন নিয়ন্ত্রণ করবে চীন

ফানাম নিউজ
  ২৮ অক্টোবর ২০২১, ১৭:২১

অপেক্ষাকৃত ছোট শহরগুলোতে আকাশচুম্বী ভবন নির্মাণ সীমিত করে দিয়েছে চীন। নতুন নিয়ম অনুযায়ী ত্রিশ লাখের কম বাসিন্দার শহরগুলো ১৫০ মিটারের চেয়ে বেশি উঁচু ভবন তৈরি করতে পারবে না। এর চেয়ে বেশি বাসিন্দার শহরগুলো ২৫০ মিটারের উঁচু ভবন বানাতে পারবে না। চীনে ইতোমধ্যেই ৫০০ মিটারের বেশি উঁচু ভবন নির্মাণ নিষিদ্ধ।

বিশ্বের সবচেয়ে উঁচু বেশ কয়েকটি ভবন চীনে অবস্থিত। এর মধ্যে রয়েছে ৬৩২ মিটারের সাংহাই টাওয়ার এবং ৫৯৯.১ মিটারের শেনজেনে অবস্থিত পিন আন ফিনান্স সেন্টার।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সাংহাই ও শেনজেনের মতো জনাকীর্ণ শহরগুলোতে আকাশচুম্বী ভবনের দরকার থাকলেও অন্য শহরগুলোতে জায়গার অভাব নেই। মূলত আত্ম-অহমিকা প্রকাশ করতেই আকাশচুম্বী ভবন নির্মাণ করা হয়।

এ বছরের শুরুতে শেনজেন শহরে ৩৫০ মিটারের এসইজি প্লাজা দুলতে শুরু করলে শত শত মানুষ ভবনটি ছেড়ে পালিয়ে যায়।

চীন ক্রমেই ব্যয়বহুল আত্ম-অহমিকার প্রকল্পগুলোর বিরুদ্ধে অভিযান জোরালো করছে। স্থানীয় ডেভেলপাররা নজরকাড়া ভবন তৈরির ঘোরে রয়েছে বলে সমালোচনা করছে বেইজিং। এ বছরের শুরুতে দেশটি ‘বিশ্রী স্থাপত্য’ নিষিদ্ধ করে।

টনজি ইউনিভার্সিটির কলেজ অব আর্কিটেকচার অ্যান্ড আরবান প্লানিংয়ের উপপ্রধান ঝাং শাংগু বলেন, ‘আমরা এমন একটি পর্যায়ে আছি যেখানে মানুষ এমন কিছু বানাতে দুর্বার ও অধীর যা ইতিহাস হয়ে যাবে।’ তিনি বলেন, ‘প্রতিটি ভবনই ল্যান্ডমার্ক হয়ে উঠতে চায় আর ডেভেলপার এবং নগর পরিকল্পনাবিদরা এই লক্ষ্য অর্জনে অভিনবত্বের চূড়ায় যেতে চায়।’

মঙ্গলবার চীনের আবাসন এবং শহর-গ্রাম উন্নয়ন মন্ত্রণালয় ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ত্রিশ লাখের কম বাসিন্দার কোনও শহর যদি ১৫০ মিটারের বেশি উঁচু ভবন বানাতে চায় তাহলে বিশেষ অনুমতির প্রয়োজন হবে। তবে কোনওভাবেই ২৫০ মিটারের বেশি উঁচু ভবন বানাতে দেওয়া হবে না।

একইভাবে ত্রিশ লাখের বেশি বাসিন্দার শহর ২৫০ মিটারের বেশি উঁচু ভবন বানাতে চাইলে বিশেষ অনুমতির দরকার পড়বে। তবে কোনওভাবেই ৫০০ মিটারের উঁচু ভবন বানাতে দেওয়া হবে না।