করোনা রোগীর ‘অস্বাভাবিক’ বৃদ্ধি তদন্ত করবে সিঙ্গাপুর

ফানাম নিউজ
  ২৮ অক্টোবর ২০২১, ১৭:১৯

সিঙ্গাপুরে বুধবার নতুন করে ৫ হাজার ৩২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মহামারি শুরুর পর এটাই একদিনে সবচেয়ে বেশি শনাক্ত। এই বৃদ্ধিকে বৃহস্পতিবার অস্বাভাবিক মনে করে এর কারণ খতিয়ে দেখার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার সিঙ্গাপুরে নতুন ১০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে।

বুধবার রাতে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আজ সংক্রমণের সংখ্যা অস্বাভাবিক বেশি, এর বেশিরভাগই বিকেলে কয়েক ঘণ্টার মধ্যেই পরীক্ষাগারে শনাক্ত হয়েছে।’ এর কারণ অনুসন্ধান করা হবে জানিয়ে বিবৃতিতে বলা হয় আগামী কয়েক দিন ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

বুধবার পর্যন্ত সিঙ্গাপুরে মোট ২০ হাজার ৮৯৫ জন রোগী কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন।

কিছু বিধিনিষেধ শিথিলের পর সম্প্রতি সংক্রমণ বাড়ায় সিঙ্গাপুর আবারও সবকিছু খুলে দেওয়া স্থগিত করেছে। সিঙ্গাপুরের ৮০ শতাংশের বেশি জনগোষ্ঠী টিকা নিয়ে ফেলেছে।