নিষিদ্ধ ইসলামি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তানে ৪ পুলিশ নিহত

ফানাম নিউজ
  ২৮ অক্টোবর ২০২১, ১১:০৯

পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত একটি ইসলামি গোষ্ঠীর বিক্ষোভ মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে পুলিশ এবং বিক্ষোভকারী উভয়পক্ষের বেশ কয়েকজন হতাহত এবং পুলিশের অন্তত ৪ সদস্য নিহত হয়েছেন বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাবে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) সদস্যদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ হয়েছে। পাঞ্জাবের গুজরানওয়ালা জেলার মহাসড়কে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে দলটির হাজার হাজার সদস্য।

এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আগামী ৬০ দিনের জন্য পাক রেঞ্জার্স মোতায়েন করা হয়েছে।

পাঞ্জাব পুলিশের একজন মুখপাত্র বলেছেন, টিএলপির কর্মীরা পুলিশের বিরুদ্ধে একে-৪৭, এসএমজি এবং পিস্তল ব্যবহার করেছেন। এর ফলে সেখানে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশের কতজন সদস্য নিহত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি এই কর্মকর্তা। তবে এ ঘটনায় প্রায় ২৫ জন আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন।

অন্যদিকে, তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান বলছে, তাদেরও বেশ কয়েকজন সদস্য নিহত এবং আহত হয়েছেন।