শিরোনাম
মন্ত্রিসভায় বড় পরিবর্তন এনেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বেশ কয়েকটি মন্ত্রণালয়ে পরিবর্তনের আনা হয়েছে। গত মাসের আগাম নির্বাচনে লিবারেল পার্টি একটি সংখ্যালঘু সরকার গঠনের পর এই বদল এসেছে।
৩৮ জন মন্ত্রী মঙ্গলবার শপথ নিয়েছেন। এর মধ্যে মাত্র দশজনেরও কম মন্ত্রী আগের মন্ত্রণালয়ে বহাল রয়েছেন। বদলের অংশ হিসেবে নতুন প্রতিরক্ষামন্ত্রী পেয়েছে কানাডা। সেনাবাহিনী যখন যৌন অসদাচরণের অভিযোগের মুখোমুখি তখন ছয় বছর দায়িত্ব শেষ করেছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রীর হরজিৎ সাজ্জান।
নতুন জাতীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেন অনিতা আনন্দ। এই পদে দ্বায়িত্ব পালন করা দ্বিতীয় নারী তিনি। সাবেক এই অ্যাকাডেমিক মহামারির সময়ে কানাডার টিকা কেনার নেতৃত্ব দেওয়া মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।
আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো জলবায়ু আন্দোলন থেকে রাজনীতিতে আসা স্টিভেন গিলবেল্টকে জলবায়ুমন্ত্রী নিয়োগ দিয়েছে কানাডা। যুক্তরাজ্যের গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে কানাডার প্রতিনিধিত্ব করবেন তিনি।
এছাড়া ২০১৫ সালে প্রথম সরকার গঠনের পর পঞ্চমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী বদলেছে কানাডার লিবারেল সরকার। সাবেক সরকারি ভাষা বিষয়কমন্ত্রী মেলানি জোলি ওই পদে পদোন্নতি পেয়েছেন।
আগের অবস্থান ধরে রাখা মন্ত্রীদের মধ্যে রয়েছেন ক্রিস্টিনা ফ্রিল্যান্ড। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন তিনি।