শিরোনাম
এক জোড়া জুতার দাম আর কত হতে পারে? তবে সেটি যদি কোনো তারকার হয় তবে দামটা বেশি হবে এটাই স্বাভাবিক। কিন্তু মার্কিন বাস্কেটবল তারকার এক জোড়া জুতা যে দামে বিক্রি হলো তা জেনে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য। সূত্রঃ বিবিসি
সম্প্রতি এক নিলামে মাইকেল জর্ডানের এক জোড়া জুতা বিক্রি হয়েছে ১.৪৭ মিলিয়ন মার্কিন ডলারে (১.১ মিলিয়ন ইউরো)। যা বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি ৫৭ লাখ ৭৬ হাজার ৭১৩ টাকা।
শিকাগো বুলসের হয়ে ১৯৮৪ সালে খেলার সময় মাইকেল জর্ডান নাইকির সাদা ও লাল রংয়ের এ জুতা ব্যবহার করেছিলেন।
সে বছরই জর্ডান এবং নাইকি নিজেদের মধ্যে সহযোগিতা শুরু করে। মাইকেল জর্ডানকে বাস্কেটবলের ইতিহাসে সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়।
ক্যারিয়ারের অধিকাংশ সময় শিকাগো বুলসে খেলা মাইকেল জর্ডান ধীরে ধীরে গ্লোবাল আইকনে পরিণত হন এবং বিশ্বজুড়ে এনবিএ লিগের প্রোফাইল বাড়াতে সহযোগিতা করেছেন।
মাইকেল জর্ডানের জুতা কিনেছেন নিক ফিওরেলা। যিনি একজন প্রসিদ্ধ সংগ্রাহক।