করোনায় এক দিনে রেকর্ড মৃত্যু রাশিয়ায়

ফানাম নিউজ
  ২৪ অক্টোবর ২০২১, ১৩:০৪

রাশিয়ায় করোনায় এক দিনে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো রেকর্ড সংখ্যায় করোনা রোগে মৃত্যুর খবর দিয়েছে দেশটি।

শনিবার ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৭৫ জন প্রাণ হারিয়েছেন। যা ছিল মহামারি শুরু হওয়ার পর এ যাবৎ এক দিনে সবচাইতে বেশি। খবর ভয়েস অব আমেরিকার।

গতকাল একই সময়ে রাশিয়ায় নতুন করে ৩৭ হাজার ৬৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫২৮ জনের। ইউরোপের আর কোনো দেশ করোনায় রাশিয়ার চেয়ে বেশি মৃত্যু দেখেনি।

রাশিয়ায় এ পর্যন্ত ৭৫ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের পর গত আগস্ট থেকে রাশিয়ায় করোনার সংক্রমণ বাড়তে শুরু করে। কয়েক সপ্তাহ ধরে রাশিয়াতে প্রতিদিন মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর কারণ ভ্যাকসিন প্রয়োগের স্বল্প হার বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

রাশিয়ার নিজেদের উদ্ভাবিত স্পুটনিক-ভি টিকা নেওয়ার জন্য দেশের মানুষকে দফায় দফায় আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরও দেশটির মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ নেই। রাশিয়ায় এখন পর্যন্ত মাত্র ৩৬ শতাংশ মানুষ টিকার পূর্ণ ডোজ নিয়েছেন।