শিরোনাম
২০০১ সালের ১১ সেপ্টেম্বর। দিনটি ছিল মঙ্গলবার। আমেরিকার বুকে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত হয় নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। নিমেষেই ধ্বংসস্তূপে পরিণত হয় ‘টুইনস টাওয়ার্স’। সেই ঘটনারই ২৩ বছর পূর্ণ হয়েছে আজ।
১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ঠিক আগে আগে পার্ল হারবারে আমেরিকার নৌবাহিনীর ওপর হামলা চালিয়েছিল জাপানের বিমানবাহিনী। তারপর থেকে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের এ হামলা ছিল যুক্তরাষ্ট্রের মাটিতে হওয়া সবচেয়ে মারাত্মক হামলা।
২৩ বছর আগে সন্ত্রাসবাদী এ হামলার ভয়াবহতা এতটাই ছিল যে তা সারা বিশ্বকে নাড়া দিয়েছিল। ইতিহাসের পাতায় সেই ঘটনা ‘৯/১১ হামলা’ নামে পরিচিত।
যুক্তরাষ্ট্রের মানুষ ১১ সেপ্টেম্বর দিনটিকে কালো দিন হিসেবে স্মরণ করেন। প্রতি বছর দিনটিতে হাজার হাজার সাধারণ মানুষ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল-মালা-মোমবাতি নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চত্বরে হাজির হন।
বর্তমানে ১১ সেপ্টেম্বরের হামলায় নিহতদের স্মরণে সেখানে বেশ কয়েকটি স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে।