শিরোনাম
সাবেক প্রেমিকাকে অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যুদণ্ড কার্যকার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্য জর্জিয়ায় এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত চার বছরের বেশি সময়ের মধ্যে অঙ্গরাজ্যটিতে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
জর্জিয়ার জ্যাকসনের একটি কারাগারে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে ৫৯ বছর বয়সী উইলি পাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
১৯৯৩ সালে সাবেক প্রেমিকা অ্যালিস ইয়ারব্রোকে হত্যার জন্য পাইকে প্রথম মৃত্যুদণ্ড দেওয়া হয় ১৯৯৬ সালে।
২০২১ সালে আপিল বিভাগ তার মৃত্যুদণ্ড বাতিল করে। বলা হয়, অভিযুক্ত ব্যক্তি আদালতে নিযুক্ত তার আইনজীবীর কাছ থেকে অকার্যকর প্রতিনিধিত্ব পেয়েছিলেন। কিন্তু পরে তার মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখা হয়।
চলতি বছর যুক্তরাষ্ট্রে আরও দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জানুয়ারিতে আলবামায় অভিযুক্ত এক হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফেব্রুয়ারিতে টেক্সাসে একজনের মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়।
যুক্তরাষ্ট্রের অন্তত ২৩টি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ডের শাস্তি বাতিল করা হয়েছে। ২০২৩ সালে দেশটিতে ২৪ জনের মৃত্যুদণ্ড কর্যকর করা হয়। এক্ষেত্রে প্রাণঘাতী ইনজেকশন ব্যবহার করা হয়।