শিরোনাম
কেনিয়ায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৩০০ জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে নাইরোবির এমবাকাসি জেলায় এ বিস্ফোরণ ঘটে।
কেনিয়ান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, গ্যাস পরিবহনকারী একটি লরি বিস্ফোরিত হলে আগুনের বিশাল কুণ্ডলী তৈরি হয়। এতে বেশ কিছু বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণস্থলের পাশে থাকা কয়েকটি ফ্লাটে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।
প্রথমে অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, বিস্ফোরণ একটি গ্যাস উৎপাদন কারখানায় ঘটেছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
এমবাকাসির পুলিশ প্রধান ওয়েসলি কিমেতো বলেছেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
কেনিয়া রেড ক্রস বলেছে, তারা আহত অবস্থায় অন্তত ২৭১ জনকে হাসপাতালে নিয়ে গেছে এবং ২৭ জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে।
সরকারের মুখপাত্র আইজ্যাক মওয়াউরা মওয়াউরা বলেন, বিস্ফোরণে সৃষ্ট আগুনের গোলা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। একটি উড়ন্ত গ্যাস সিলিন্ডার একটি গার্মেন্টস ও টেক্সটাইল গুদামে আঘাত করলে সেখানেও আগুন ধরে যায়।
তিনি এক বিবৃতিতে বলেন, অগ্নিকাণ্ডটি ছোট ও মাঝারি আকারের ব্যবসাপ্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি যানবাহন এবং বাণিজ্যিক সম্পত্তির ক্ষতি করেছে। দুঃখজনকভাবে, আশপাশের আবাসিক ভনগুলোতেও আগুন লেগে গিয়েছিল। গভীর রাত হওয়ায় সেসময় অনেক বাসিন্দা বাড়ির ভেতরে ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের জেরে শক্তিশালী কম্পন অনুভব করেছেন তারা।
সূত্র: বিবিসি