ফরাসি রাষ্ট্রদূতকে বেলারুশ ত্যাগের নির্দেশ

ফানাম নিউজ
  ১৮ অক্টোবর ২০২১, ১২:৩০

ফ্রান্সের রাষ্ট্রদূতকে বেলারুশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার ফরাসি বার্তা সংস্থা এএফপি মিনস্কের ফরাসি দূতবাস সূত্রের বরাতে জানিয়েছে রাষ্ট্রদূত ইতোমধ্যে বেলারুশ ছেড়েছেন।

তবে ফরাসি রাষ্ট্রদূত নিকোলাস ডি বুইলানে ডি লাকোস্তেকে কেন বহিষ্কার করা হয়েছে তা স্পষ্ট নয়। বেলারুশের সংবাদমাধ্যম জানিয়েছে, মিনস্ক ইতোমধ্যে প্যারিস থেকে রাষ্ট্রদূত ইগর ফেসেঙ্কোকে ডেকে পাঠিয়েছে।

মিনস্কের ফরাসি দূতাবাসের ওয়েবসাইটে জানানো হয়েছে, গত বুধবার রাষ্ট্রদূত ডি লাকোস্তে সম্প্রতি নিষিদ্ধ হওয়া একটি বেসরকারি সংস্থার প্রতিনিধিদের স্বাগত জানান। এদের মধ্যে ‘সত্য বলে দাও’ নামের ওই সংস্থাটির সহ প্রতিষ্ঠাতাও ছিলেন। তিনি গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ছিলেন।

রাষ্ট্রদূত প্রত্যাহারের বিষয়ে বেলারুশ এবং ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা ফরাসি দূতাবাস কোনও মন্তব্য করেনি।

গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ ওঠার পর ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর সঙ্গে বেলারুশের সম্পর্ক নাজুক হয়ে পড়ে। ওই নির্বাচনে সহজ জয় পান প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। সূত্র: বাংলা ট্রিবিউন