শিরোনাম
পাঁচ রাত সেবা নেওয়ার পর ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। তিনি মূত্রণালীর সংক্রমণের চিকিৎসা নিয়েছেন। এই সংক্রমণ পচন পর্যন্ত পৌঁছায়।
সাবেক প্রেসিডেন্ট প্রার্থী এবং তার স্ত্রী হিলারি ক্লিন্টনকে সঙ্গে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন ৭৫ বছর বয়সী বিল ক্লিন্টন। অপেক্ষারত সংবাদকর্মীদের উদ্দেশে হাত নাড়েন তিনি।
চিকিৎসকেরা জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে বিল ক্লিন্টন তার নিউ ইয়র্কের বাড়িতে ফিরবেন।
ক্লিন্টনকে চিকিৎসা দেওয়া ডাক্তারদের তদারকিতে ছিলেন ডা. আলপেস আমিন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘তার জ্বর এবং রক্তের শ্বেত কণিকা স্বাভাবিক হয়েছে আর তিনি নিউ ইয়র্কে ফিরে অ্যান্টিবায়োটিক কোর্স সম্পন্ন করবেন।’
যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। হাসপাতাল থেকে বের হওয়ার সময় অপেক্ষারত মেডিক্যাল কর্মীদের সঙ্গে হাত মেলান।
মার্কিন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, নিজের ফাউন্ডেশনের এক বেসরকারি আয়োজনে যোগ দিতে ক্যালিফোর্নিয়ায় যান বিল ক্লিন্টন। গত মঙ্গলবার ক্লান্তি অনুভব করেন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেশ কয়েকটি টেস্ট করা হয় তার।
শুক্রবার রাতে প্রেসিডেন্ট জো বাইডেন জানান তিনি বিল ক্লিন্টনের সঙ্গে কথা বলেছেন। সাংবাদিকদের তিনি বলেন, তার অবস্থা মারাত্মক নয়।
বিল ক্লিন্টনের স্বাস্থ্য জটিলতা এবারই প্রথম নয়। ২০০৪ সালে ৫৮ বছর বয়সে তার বাইপাস অপারেশন হয়। দশ বছর পর তার দ্বিতীয় অপারেশন হয়। দ্বিতীয় অপারেশনের পর চর্বিযুক্ত খাবার পছন্দ করা ক্লিন্টন ভেজান হয়ে যান।