শিরোনাম
গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় তিন শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, তারা গাজা উপত্যকায় হামাসের অবকাঠামো এবং স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামাসের তিন শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা সন্ত্রাসীদের লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে।
আইডিএফ দাবি করেছে, দক্ষিণ গাজায় তাদের সৈন্যদের উপর গুলো চালানো হয়। এর প্রতিক্রিয়া হিসেবে তারা খান ইউনিসের একটি সামরিক কমান্ড সেন্টারে অভিযান চালায়। সেখান থেকে রাইফেল, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনেই প্রায় ১০০ ফিলিস্তিনির প্রাণহানির খবর নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। দখলদার বাহিনীর অব্যাহত বোমা হামলায় এই নিহতের ঘটনা ঘটেছে। তাছাড়া আহত হয়েছে শত শত ফিলিস্তিনি।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ১৯ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের পাশাপাশি গাজায় আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫২ হাজারের বেশি।
গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের হামলায় নিহত হয় এক হাজার দুইশ ইসরায়েলি।
গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা ছিল। সেটাও পিছিয়ে গেছে। তাছাড়া ইসরায়েল দাবি করেছে তারা উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের নিয়ন্ত্রণ নিয়েছে। সেখানে হামাসকে ছত্রভঙ্গ করা হয়েছে বলেও জানানো হয়েছে।
অপরদিকে স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়েহের সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার রাতে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান। গত আড়াই মাসে এ নিয়ে এটা তার চতুর্থ সফর। অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তারা।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র নাসের কানানির দেওয়া তথ্য অনুযায়ী, হামাস স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত কিন্তু গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় আলোচনা সম্ভব হচ্ছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে এমনটাই জানিয়েছেন হানিয়েহ।