গাজায় হামাসের হামলা ইসরায়েলি হেলিকপ্টার বিধ্বস্ত

ফানাম নিউজ
  ২৭ অক্টোবর ২০২৩, ১৭:৫৭

গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্ব অংশের আকাশে ইসরায়েলের একটি হেলিকপ্টার ধ্বংস করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল-কাশেম ব্রিগেড।

হামাস বলেছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইসরাইলি হেলিকপ্টারটি ধ্বংস করা হয়েছে। এটি ধ্বংস করতে 'সাম-সেভেন' ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। খবর পার্স টুডের।

গত ৭ অক্টোবর ইসরাইলের বিরুদ্ধে বিস্ময়কর 'আল আকসা ফ্লাড' অভিযান চালায় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। ওই অভিযানে ১৪০০ ইসরাইয়েলি প্রাণ হারিয়েছে।

প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক হয়েছে দুই শতাধিক ইসরায়েলি। আহতের সংখ্যাও কম নয়। গাজায় নির্মমতার জবাবে এখনও নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা।

ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে পেরে না উঠে ইসরায়েলি বাহিনী এখন গাজা ও পশ্চিমতীরের নিরস্ত্র ও বেসামরিক অসহায় মানুষদের ওপর নির্বিচারে বিমান হামলা চালা্চ্ছে। আকাশ থেকে বোমা ফেলে হাসপাতাল, শরণার্থী শিবির, আশ্রয় কেন্দ্র মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে।সবচেয়ে বেশি ইসরায়েলের এ গণহত্যার শিকার হচ্ছে ফিলিস্তিনি শিশুরা।