শিরোনাম
ওটিস নামে শক্তিশালী একটি হারিকেন আঘাত হেনেছে মেক্সিকোতে, এর তাণ্ডবে অন্তত ২৭ জন নিহত হয়েছেন।
দেশটির সরকার বৃহস্পতিবার জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলের অবকাশযাপন কেন্দ্র আকাপুলকোতে ওটিসের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক বিলিয়ন ডলারে দাঁড়াবে। খবর রয়টার্সের।
স্থানীয় সময় বুধবার দুপুরে ৫ মাত্রার ঝড়ের শক্তি নিয়ে হারিকেন ওটিস আকাপুলকোতে আছড়ে পড়ে। জলোচ্ছ্বোসে শহরের রাস্তাগুলো প্লাবিত হয়, গাড়ি তলিয়ে যায়।
প্রবল ঝড়ে বহু বাড়ি ও হোটেলের ছাদ ক্ষতিগ্রস্ত হয়। সড়ক, বিমান ও টেলি যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
হারিকেনটি প্রায় ৯ লাখ বাসিন্দার শহরটিজুড়ে ব্যাপক ধ্বংসের চিহ্ন রেখে যায়। সরকার জানিয়েছে, চারজন এখনও নিখোঁজ রয়েছেন।