শিরোনাম
যুক্তরাজ্যের আইনসভা হাউস অব কমন্সের আইনপ্রণেতা ও ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি ৬৯ বছর বয়সী স্যার ডেভিড অ্যামেস এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, পূর্ব-ইংল্যান্ডের একটি গির্জায় তার নির্বাচনী দলের সঙ্গে বৈঠকের সময় কয়েকবার ছুরিকাঘাতের পর স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। দেশটির ইংল্যান্ডের দক্ষিনাঞ্চলীয় কাউন্টি এসেক্সের এমপি ছিলেন তিনি। ঠিক কী কারণে তার ওপর হামলা হলো- তা এখনও স্পষ্ট হয়নি বলে জানিয়েছেন যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
১৯৮৩ সালে বাসিলডন থেকে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার জন্য প্রথম নির্বাচিত হন অ্যামেস। পরে ১৯৯৭ সাল থেকে সাউথএন্ড ওয়েস্ট থেকে নির্বাচন করেন।
এর আগে ২০১০ সালে লেবার পার্টির এমপি স্টিফেন টিমস তার নিজ কার্যালয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।
সূত্র: আরটিভি