যুক্তরাষ্ট্রে করোনায় ৫০০ জনে একজনের মৃত্যু

ফানাম নিউজ
  ১৬ সেপ্টেম্বর ২০২১, ২১:৩১

করোনার ডেল্টা ধরন আবারও কাবু করেছে যুক্তরাষ্ট্রকে। হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এক পরিসংখ্যানে জানা গেছে, করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৫০০ জনের মধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে এ তথ্য।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের চারটি হাসপাতালের মধ্যে একটিতে ইনটেনসিভ কেয়ার ইউনিট রয়েছে, যার ৯৫ শতাংশই করোনা রোগী ভর্তি ছিল।

ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ কোটি ২৪ লাখ ৭৯ হাজার ৭৮০ জনের। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ৮৫ হাজার ২৩ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২২ লাখ ৭১ হাজার ৮৪ জন।

সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। জোরদার করা হয়েছে টিকা কার্যক্রম। যদিও এখনো যুক্তরাষ্ট্রের অনেক মানুষ টিকা নিতে, এমনকি মাস্ক ব্যবহার করতেও আগ্রহী নন।