রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের ৮০ সেনা নিহত

ফানাম নিউজ
  ২৮ আগস্ট ২০২৩, ০২:২৯

রাশিয়ার বেলগ্রোদ অঞ্চলে রুশ বাহিনীর ওপর হামলা চালাতে গিয়ে ৮০ জন সেনা সদস্য হারিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

সীমান্তবর্তী রাশিয়ার ক্রাসনি লিমান অঞ্চলে ৭ দফা হামলা চালায় ইউক্রেনের সেনাবাহিনী। খবর তাসের।

রাশিয়ার ওই অঞ্চলের সেনাবাহিনীর মুখপাত্র আলেকজেন্ডার সেভটুক রবিবার সকালে গলমাধ্যমকে এ তথ্য জানান। খবর তাসের।

ক্রাসনি লিমান অঞ্চলের টরস্কি লেডজি ও সেরেব্রিয়ানস্কির বনাঞ্চলে দফায় দফায় হামলা চালায় ইউক্রেনের আজভ স্পেশাল ফোর্সের ৪২তম ও ৬৩তম ব্রিগেড।

সেখানে আগে থেকেই ওঁৎ পেতে ছিল রুশ পদাতিক সেনা সদস্যরা।এসময় ইউক্রেনীয় বাহিনীর ওপর একযোগে বিমান হামলা ও কামানের গোলাবর্ষণ শুরু করে রুশ বাহিনী।

এ সব হামলায় ৮০ জন সেনা সদস্যের পাশাপাশি ইউক্রেনের ৪টি সামরিক যান একটি সেনা বহনকারী ট্রাক ধ্বংস হয়েছে।

রুশ সীমান্তের ৩০টি স্থানে ইউক্রেনীয় বাহিনীকে প্রতিহত করার দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী।