শিরোনাম
তিউনিসিয়ার সীমান্তের কাছে লিবিয়ার মরুভূমিতে সাব-সাহারান আফ্রিকা থেকে আসা অন্তত ২৭ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার লিবিয়ার সীমান্তরক্ষী বাহিনী তাদের লাশ উদ্ধার করে। লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি সীমান্তের কাছে লাশগুলো উদ্ধার করা হয়েছে এবং ওই এলাকায় একটি ফরেনসিক দল মোতায়েন করা হয়েছে।
একই পোস্টে মন্ত্রণালয় লিবিয়ার মেডিকেল টিমের কাছ থেকে চিকিৎসা নেয়া আফ্রিকান অভিবাসীদের ছবি প্রকাশ করেছে।
গত জুলাই মাস থেকে কৃষ্ণাঙ্গ আফ্রিকান অভিবাসী এবং আশ্রয়প্রার্থীদের বের করে দিতে শুরু করে উত্তর আফ্রিকার এই দেশটি। এর পর থেকে এই পর্যন্ত তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত থেকে কমপক্ষে ৩৫ টি লাশ উদ্ধার করা হয়েছে।