শিরোনাম
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে তালেবানের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়, শিগল জেলার পুলিশপ্রধানকে লক্ষ্য করে কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদে এ হামলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের এক সদস্য বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলায় শিগল জেলার পুলিশপ্রধান নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১১ জন।
কুনার কেন্দ্রীয় হাসপাতালের এক চিকিৎসক এএফপিকে বলেন, আমরা এখন পর্যন্ত আহত ১১ জনকে হাসপাতালে দেখেছি। এর মধ্যে চারজন তালেবান যোদ্ধা এবং সাতজন বেসামরিক ব্যক্তি।
এখন পর্যন্ত কেউ-ই এ হামলার দায় স্বীকার করেনি। তবে ইসলামিক স্টেট-খোরাসান গ্রুপ এর আগে এ ধরনের হামলার দায় স্বীকার করেছিল।
তালেবান ২০১৪ থেকে এই আইএস-কে এর বিরুদ্ধে লড়ে যাচ্ছে। আইএস-কে এর আগে ভয়াবহ কিছু হামলার দায় স্বীকারে করেছিল। সর্বশেষ কুন্দুজ প্রদেশের একটি মসজিদে হামলার দায় স্বীকারও তারা করেছিল। যে হামলায় প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়।