পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই ঝরলো প্রাণ

ফানাম নিউজ
  ১১ জুন ২০২৩, ০২:১৮

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনই চললো গুলি। তাতে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে জেলার খরগ্রাম থানার রতনপুর নলদীপ গ্রামের এক কংগ্রেস কর্মীর। নিহতের নাম ফুলচাঁদ শেখ, বয়স ৪২ বছর।

এ হত্যাকাণ্ডে উত্তপ্ত হয়ে উঠেছে গ্রামের পরিস্থিতি। গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে।

জানা গেছে, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে শুক্রবার (৯ জুন) সকাল থেকেই মুর্শিদাবাদের পরিস্থিতি ছিল গরম। অভিযোগ ওঠে, মনোনয়নপত্র জমা নিয়ে বাম ও কংগ্রেসের সঙ্গে একাধিকবার গণ্ডগোল বাঁধে তৃণমূল কংগ্রেস কর্মীদের।

এদিন নিজ বাড়ির সামনে সন্তানকে কোলে নিয়ে বসেছিলেন ফুলচাঁদ শেখ। এসময় সেখানে কিছু তৃণমূল কর্মী এসে চিৎকার-চেঁচামেচি করতে থাকে। সেসময় ফুলচাঁদ তাদের হট্টগোল করতে নিষেধ করেন। এ কারণে তাকে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করা হয়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ফুলচাঁদ। রক্তাক্ত অবস্থায় স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা দেন।

নিহতের মায়ের দাবি, সক্রিয় কংগ্রেস কর্মী ছিলেন ফুলচাঁদ। বাড়ির সামনেই বসেছিলেন তিনি। হঠাৎ তৃণমূলের কর্মীরা এসে ঝামেলা শুরু করে। ফুলচাঁদ নিষেধ করলে তাকে গুলি করা হয়।

পরে ঘটনাস্থলে আসে খরগ্রাম থানার পুলিশ। ফুলচাঁদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

মুর্শিদাবাদ জেলা পুলিশ জানিয়েছে, কী কারণে গুলি চললো, কারা চালিয়েছে- সব তদন্ত করে দেখা হচ্ছে। যে গুলি চালিয়েছে তার খোঁজ চলছে।

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্ৰহণের দিন নির্ধারিত হয়েছে আগামী ৮ জুলাই, ফল ঘোষণা তিনদিন পর। ৯ জুন থেকে মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছে, চলবে ১৫ জুন পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জুন। গত বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা।