শিরোনাম
আফগানিস্তান ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রস্তাবের প্রশংসা করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। জি২০ জোটের সম্মেলনে আফগানিস্তান ইস্যুতে এরদোগান এ প্রস্তাব দিয়েছেন বলে জানান দ্রাঘি। খবর ডেইলি সাবাহর।
দ্রাঘি বলেন, রিসেপ তাইয়েপ এরদোগান জি২০ জোটের মধ্যে আফগানিস্তান ইস্যুতে আলোচনার জন্য একটি ওয়ার্কিং গ্রুপ তৈরির প্রস্তাব দিয়েছেন।
মঙ্গলবার আফগানিস্তান ইস্যুতে জি২০ জোটের নেতাদের একটি ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়।
দ্রাঘি বলেন, আমার ভাবনা হলো— এরদোগানের প্রস্তাব ‘আকর্ষণীয়’। এ বিষয়ে অন্য সদস্য রাষ্ট্রগুলোর সমমনা হওয়া দরকার।
দ্রাঘি আরও বলেন, আমরা বিষয়টি নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা করব।
ইতালির প্রধানমন্ত্রী আরও বলেন, আফগানিস্তান ও আফগানিস্তানের জনগণের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে।
জি২০ জোটের ভার্চুয়াল সম্মেলনে এরদোগান আফগানিস্তান ইস্যুতে ওয়ার্কিং গ্রুপ তৈরির প্রস্তাব দেন। একই সঙ্গে জানান, তুরস্ক এ ওয়ার্কিং গ্রুপের নেতৃত্ব দিতে প্রস্তুত আছে।