শিরোনাম
দুই হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বৃহস্পতিবার (২৫ মে) এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত কয়েক সেকেন্ডের ফুটেজে ক্ষেপণাস্ত্রটি দেখা গেছে। ইরান বলছে, এটি খোরামশাহর ৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ। এটি ২ হাজার কিলোমিটার (১ হাজার ২৪৩ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এ ক্ষেপণাস্ত্রটি দেড় হাজার কেজি ওজনের পারমাণবিক অস্ত্র বহন করতে পারে।
মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনাকারী দেশগুলোর একটি ইরান। দেশটির দাবি, ওই অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আঘাত হানার সক্ষমতাসম্পন্ন অস্ত্র তাদের কাছে আছে।