কর্ণাটকে ধরাশায়ী বিজেপি, বড় জয় কংগ্রেসের

ফানাম নিউজ
  ১৪ মে ২০২৩, ০৪:৪৮

ভারতের কর্ণাটক রাজ্যের বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে কংগ্রেস। অন্যদিকে বিপর্যস্ত ক্ষমতাসীন বিজেপি। ২২৪ আসনের মধ্যে সেখানে কংগ্রেস পেয়েছে ১৩৭টি আসন। বিজেপি পেয়েছে ৬৪টি। জেডিএস পেয়েছে ২০ আসন। অন্যান্য ৩টি। খবর এনডিটিভির।

জয় নিয়ে মুখ খুলেছেন রাহুল গান্ধীও। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, কর্ণাটকে ঘৃণার কারবার বন্ধ হয়ে ভালোবাসার বিপণি খুলে গিয়েছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় কর্ণাটকে দলের জয় হয়েছে।

কর্ণাটকে দলের হার মেনে নিয়েছেন বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। তিনি বলেছেন, জয়-পরাজয় বিজেপির কাছে নতুন কিছু নয়। ফল দেখে দলীয় কর্মীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরাজয় স্বীকার করছি।

ভোটের ফল নিয়ে বিজেপিকে নিশানা করেছেন ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল। তিনি বলেছেন, প্রথমে আমরা হিমাচলপ্রদেশে জিতলাম। এখন আমরা কর্ণাটকে জয়ী হলাম। বিজেপি সব সময় কংগ্রেস মুক্ত ভারতের কথা বলতো। কিন্তু দক্ষিণ ভারত এখন বিজেপি মুক্ত।

গত ১০ তারিখ কর্ণাটকের ২২৪টি বিধানসভা আসনে ভোট অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ পর্ব শেষ হতেই প্রায় সব বুথফেরত সমীক্ষা কংগ্রেসকে নির্বাচনে এগিয়ে রেখেছিল।