শিরোনাম
নেপালে এক বাস দুর্ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। গতকাল মঙ্গলবার দুপুরে বাসটি দেশটির পশ্চিমাঞ্চলের মুগু জেলার একটি পাহাড়ি খাদে পড়লে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গতকাল দুপুরের দিকে ঘটা ওই দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে কোনো কারণে বাসটির ব্রেক ফেল হয়েছিল।
নেপাল পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্তাধীন। ঘটনার সময় ঠিক কতজন যাত্রী বাসটিতে ছিল তা এখনও স্পষ্ট নয়। হতাহতদের বেশির ভাগই সনাতনী ধর্মীয় উৎসব বিজয় দশমি পালন করে বাড়ি ফিরছিলেন। আহতদের মধ্যে প্রায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, নেপালে এ ধরনের সড়ক দুর্ঘটনা নতুন কিছু নয়। সাধারণত খারাপ রাস্তা ও যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে এসব দুর্ঘটনা ঘটে।