শিরোনাম
আল-আকসা মসজিদে অভিযানের পর গাজা ও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অঞ্চলটিতে নতুন করে উত্তেজন ছড়িয়েছে পড়েছে। এমন পরিস্থিতিতে সহিংসতা বন্ধে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। খবর আল-জাজিরার।
রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় সব পক্ষকে সংঘাতমূলক পদক্ষেপ থেকে বিরত, যে কোনো ধরনের উত্তেজনামূলক পরিস্থিতি রোধ করা, সহিংসতা বন্ধ ও টেকসই যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে পরপর দু’দিন তাণ্ডব চালানোর পর অধিকৃত গাজা এবং প্রতিবেশী দেশ লেবাননে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি বাহিনী।
এ ঘটনার পর পশ্চিম তীরে বন্দুক হামলায় দুই ইসরায়েলি নারী নিহত হয়েছে। তাছাড়া একজন গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
গত বুধবার পূর্ব জেরুজালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থাপনা আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে এই হামলা চালানো হয়। সে সময় গ্রেফতার করা হয় কমপক্ষে ৪০০ ফিলিস্তিনিকে।