পশ্চিম তীরে গুলিতে ২ ইসরায়েলি দখলদার নিহত

ফানাম নিউজ
  ০৭ এপ্রিল ২০২৩, ২১:৩৩

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি দুই তরুণী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। অপর একজন গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী ও চিকিৎসা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর: আলজাজিরা’র।

পশ্চিম তীরের জর্ডান ভ্যালির হামরা বসতি এলাকায় একটি গাড়িতে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। গুলিবর্ষণের শিকার হলে গাড়িটিও বিধ্বস্ত হয়। নিহত দুজনের বয়স ২০ বছরের মতো আর আহত নারীর বয়স ৪৫ বছর বলে জানা গেছে। আহত নারীকে হেলিকপ্টারে করে বড় হাসপাতালে নেওয়া হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা হামলাকারী সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে।

প্রথমে ইসরায়েলি গাড়ির সঙ্গে ফিলিস্তিনি গাড়ির সংঘর্ষের খবর পাওয়া যায়। ইসরায়েলি পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে গাড়িতে কয়েকটি গুলির আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

সম্প্রতি ৯০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। অন্যদিকে আজকের ঘটনায় ফিলিস্তিনির গুলিবর্ষণে হামলার তথ্য সঠিক হলে ফিলিস্তিনিদের হাতে ১৭ জন ইসরায়েলি নিহত হয়েছেন।