আল-আকসার প্রবেশ পথে ফিলিস্তিনিকে গুলি করে মারলো ইসরায়েলি বাহিনী

ফানাম নিউজ
  ০২ এপ্রিল ২০২৩, ০২:২৬

আল-আকসা মসজিদের প্রবেশ পথের কাছে ফিলিস্তিনি এক যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফলে সেখানে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল-জাজিরার।

পুলিশ জানিয়েছে, শনিবার (০১ এপ্রিল) হত্যার শিকার হওয়া ব্যক্তির নাম মোহাম্মাদ খালেদ। তার বয়স ২৬ বছর। মধ্যরাতে চেইন গেটের কাছে এই ঘটনা ঘটে। জায়গাটি আল-আকসা মসজিদের প্রবেশ পথে অবস্থিত।

ফিলিস্তিনিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ওই যুবককে অন্তত ১০ বার গুলি করে। কারণ এক নারীকে পবিত্রস্থানে যেতে বাধা দেওয়ার প্রতিবাদ করে ছিল সে।

ইসরায়েলি পুলিশ দাবি করে ওই যুবক তাদের এক কর্মকর্তার কাছে থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিল।

এ ঘটনার পরই সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বাড়িয়েছে ইসরায়েল। তাছাড়া রমজান উপলক্ষে আল-আকসা মসজিদে প্রার্থনাকারীদের ভিড় বাড়ছে।

শুক্রবার (৩১ মার্চ) দুই লাখের বেশি ফিলিস্তিনি আল-আকসা মসজিদে জুমার নামাজের জন্য জড়ো হয়। যদিও সেটি শন্তিপূর্ণভাবে শেষ হয়।